জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে আন্ত:নগর যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপি-জামায়াতের হরতালের আগের রাত শনিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে ট্রেনটিতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এতে আহত হয়েছেন চারজন নারী।
সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্ত:নগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি রাত ১টায় সরিষাবাড়ী স্টেশনে পৌঁছে। এর কিছুক্ষণ পরে তারাকান্দি স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় ট্রেনের ‘খ’ বগিতে ধোঁয়া দেখতে পায় ট্রেনের যাত্রীরা। এ সময় তাদের চিৎকারে ট্রেন থামানো হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস, পুলিশ, আনসার সদস্য ও স্থানীয়রা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে যমুনা এক্সপ্রেস ট্রেনের ক, খ ও গ বগির তিনটি পুড়ে যায়। এ সময় ট্রেন থেকে তড়িঘড়ি করে নামতে গিয়ে চারজন নারী যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। তারা হলেন রুদ্র বয়ড়া এলাকার আমিনুল ইসলামের মেয়ে আশিকা সুলতানা (৩০), তারাকান্দি এলাকার জহির উদ্দিনের স্ত্রী মমতাজ, ইয়ার মাহমুদের স্ত্রী জেলি বেগম ও সোহেল রানার স্ত্রী লাবনী আক্তার।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মো. রুহুল আমীন জানান, রাত ১টা ২০ মিনিটে আমরা সংবাদ পেয়ে রেলওয়ে স্টেশনে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ট্রেনটির তিনটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে।
সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুস সালাম জানান, আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি সরিষাবাড়ী স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পরেই ট্রেনের গ বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রেনের তিনটি বগি আগুনে পুড়ে যায়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জনকণ্ঠকে জানান, আন্ত:নগর যমুনা ট্রেনে কে বা কারা আগুন লাগিয়েছে এমন সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়। ট্রেনের তিনটি বগি পুড়ে গেছে। কোন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, যেহেতু হরতাল অবরোধ আছে, সেহেতু এ ঘটনা ঘটতে পারে। আমরা তদন্ত করছি। তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Published on: 2023-11-19 06:16:12.352644 +0100 CET
------------ Previous News ------------