দৈনিক জনকণ্ঠ
মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে

পাবনার ঈশ্বরদীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় সেখানে ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি ঈশ্বরদীর স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া অফিসের হিসাবে, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ভেতরে থাকলে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। আর ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যের তাপমাত্রাকে ধরা হয় মাঝারি তাপপ্রবাহ হিসেবে। আর ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠলে তা তীব্র তাপপ্রবাহ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, ঈশ্বরদীতে ১৪ এপ্রিল তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড করা হয় ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ১৫ এপ্রিল রেকর্ড করা হয় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার রেকর্ড করা হয় ৪১ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় আজও বিরাজ করছে তীব্র দাবদাহ। আজ এই জেলায় রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যা গতকাল রবিবারের তুলনায় দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক নাজমুল হক বলেন, ঈশ্বরদীতে এক সপ্তাহের বেশি সময় ধরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েই চলেছে। আজ বিকেল ৩টায় তাপমাত্রা রেকর্ড হয় ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এটিই এখন পর্যন্ত মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।
Published on: 2023-04-17 15:35:59.033748 +0200 CEST