দৈনিক জনকণ্ঠ
ঈদ যাত্রায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় ১০ কোটি ১৪ লাখ টাকা

ঈদ যাত্রায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় ১০ কোটি ১৪ লাখ টাকা

ঈদুল ফিতর উপলক্ষ্যে গত চার দিনে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দিয়ে বিপুল সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। এতে গত সোমবার (১৭ এপ্রিল) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে বাস, ট্রাক, পিকআপ, লরি, মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ ১ লাখ ৩১ হাজার ১৭০টি যানবাহন পারাপার হয়েছে। পারপার হওয়া এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১০ কোটি ১৪ লাখ ৪৪ হাজার ১০০ টাকা। এছাড়া বৃহস্পতিবার (এপ্রিল) রাত ১২টা থেকে শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে ১৩ হাজার ৭৬৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৩ লাখ ৪৯ হাজার ৫৫০ টাকা। বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে যানবাহন পারাপার হয়েছে ১ লাখ ৩১ হাজার ১৭০টি। এতে টোল আদায় হয়েছে ১০ কোটি ১৪ লাখ ৪৪ হাজার ১০০ টাকা। এর মধ্যে ঢাকা থেকে ছেড়ে উত্তরবঙ্গের দিকে গেছে ৭৬ হাজার ৯৯২টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ৫ কোটি ৩৭ লাখ ৬৬ হাজার ৪০০ টাকা। এছাড়া উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৫৪ হাজার ১৭৮টি যানবাহন সেতু পার হয়েছে। এতে সেতুর পশ্চিম পাড়ে টোল আদায় হয়েছে ৪ কোটি ৭৬ লাখ ৭৭ হাজার ৭০০ টাকা। এর মধ্যে ১৭ এপ্রিল সেতুতে গাড়ি পারাপার হয়েছে ২২ হাজার ৪৮৫টি। টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা। ১৮ এপ্রিল সেতু পারাপার হয়েছে ৩০ হাজার ২৫১টি পরিবহন। এর বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৪৪ লাখ ২১ হাজার ৫৫০ টাকা। ১৯ এপ্রিল সেতুতে গাড়ি পারাপার হয়েছে ৩৬ হাজার ৬৯টি। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০টাকা। এছাড়া সর্বশেষ ২০ এপ্রিল সেতুতে বেশি সংখ্যক গাড়ি পারাপার হয়েছে। এতে সেতুতে গাড়ি পারাপার হয়েছে ৪২ হাজার ৩৬৫টি। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৬৫০ টাকা।
Published on: 2023-04-21 15:21:21.950006 +0200 CEST