দৈনিক জনকণ্ঠ
পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে

পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে

কক্সবাজারে সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নেমেছে। ঈদের দ্বিতীয় দিনে অধিকাংশ মানুষ সমুদ্রে শরীর ভিজিয়ে আনন্দ–উল্লাসে মেতেছেন। অনেকে আবার বালুচরে দাঁড়িয়ে মুঠোফোনে ছবি তুলছেন। সকালে সুগন্ধা পয়েন্টে অন্তত ১০ হাজার পর্যটকের ভিড় দেখা যায়।  সমুদ্রে বেড়াতে আসা অধিকাংশ মানুষ লোনাপানিতে নেমে গোসলে ব্যস্ত। সব মিলিয়ে সকাল থেকে কয়েক ঘণ্টার মধ্যে অন্তত ৩৫ হাজার পর্যটক সৈকতে নেমেছেন। ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ডের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সৈকতে পর্যটকদের ভিড় বাড়ছে। সন্ধ্যা নাগাদ সৈকতের কলাতলী থেকে সুগন্ধা-সিগাল হয়ে লাবণী পয়েন্ট পর্যন্ত পাঁচ কিলোমিটারে প্রায় এক লাখ মানুষ সমবেত হবেন বলে ধারণা করা হচ্ছে। গভীর রাত পর্যন্ত সৈকতে পর্যটকদের ভিড় লেগে থাকবে। সকাল থেকে সুগন্ধা, সিগাল ও লাবণী পয়েন্ট ঘুরে দেখা গেছে, সৈকতে গোসল শেষে বেশির ভাগ পর্যটক কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ধরে ঘুরে আসছেন। এই সড়কের দুপাশে আছে পাহাড়-ঝরনা, প্রাকৃতিক গুহা, দরিয়ানগর পর্যটনপল্লি, হিমছড়ি ঝরনা, পাথুরে সৈকত ইনানী, পাটুয়ারটেক, কানারাজার সুড়ঙ্গ, লবণ উৎপাদন মাঠ, সুপারিবাগান, টেকনাফ সৈকত ইত্যাদি।
Published on: 2023-04-23 08:23:35.84757 +0200 CEST