দৈনিক জনকণ্ঠ
কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় কিশোর নিহত

কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় কিশোর নিহত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় আশরাফুজ্জামান (১২) নামে কিশোর কালবৈশাখীর ঝড়ে গাছ চাপায় নিহত হয়েছেন। আশরাফুজ্জামান পৌরসদরের বাকাইল গ্রামের বিশ্বাস পাড়া মহল্লার সালাউদ্দিন বিশ্বাসের ছেলে। বৃহস্পতিবার(২৭ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে পৌরসভার পাগলের আস্তানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় পৌর কাউন্সিলর এনায়েত হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফুজ্জামান দুপুরের খাবার শেষে দোকানে আসার পথে বাকাইল গ্রামের পাগলের আস্তানা এলাকায় ঝড়ের কবলে পড়েন এবং তার ওপর রাস্তার গাছ ভেঙে পড়লে সে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। ফরিদপুর হাসপাতালে যাওয়ার পথে করিমপুর পৌঁছালে রাতে তিনি মারা যান। পৌরসভার স্থানীয় কাউন্সিলর এনায়েত হোসেন বলেন, আশরাফুজ্জামান পেশায় চা বিক্রেতা ছিলেন। ঝড়ে গাছে ভেঙে পড়ে। গাছের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে। আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু বলেন, খবর পেয়ে ওই বাড়িতে গিয়েছিলাম। ছেলেটির বড় ভাই বছর খানেক আগে সড়ক দুর্ঘটনায় মারা যায়। ছেলেটির বাবা একটি মামলায় জেল হাজতে রয়েছে। ছেলেটির জানাজায় বাবাকে আনার জন্য (প্যারলে) জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে ও থানায় কথা বলা হয়েছে।
Published on: 2023-04-28 06:19:32.237145 +0200 CEST