দৈনিক জনকণ্ঠ
ঝড়ের কবলে বরযাত্রীর ট্রলার ডুবি, নিখোঁজদের সন্ধান মেলেনি

ঝড়ের কবলে বরযাত্রীর ট্রলার ডুবি, নিখোঁজদের সন্ধান মেলেনি

পটুয়াখালীর দশমিনায় ঝড়ের কবলে পড়ে বরযাত্রীর ট্রলার ডুবির ঘটনায় বরসহ নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি ১৫ ঘন্টায়ও। পটুয়াখালী-বরিশালের ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল শনিবার (২৯ এপ্রিল) সকাল ৮ টায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত নিখোজদের কোন সন্ধান পাওয়া যায় নি। অপর দিকে দুর্ঘটনার পরপরই শুক্রবার রাতে স্থানীয় জেলেরা লিপি বেগম (২৮) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে। এখনো নিখোজ রয়েছে বর রাব্বিসহ ৪ জন। গেল শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার তেঁতুলিয়া নদীর চর আপতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের মনির হওলাদরের ছেলে রাব্বির সঙ্গে উত্তর শাহজালাল গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। বিকাল সাড়ে চারটার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে বরযাত্রীর ট্রলার আউলিয়াপুরের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় তেঁতুলিয়া নদীর চর আপতি এলাকায় পৌছলে ঝড়ের কবলে পরে বরযাত্রীসহ ২০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। ১৫ জন যাত্রী সাঁতরে তীরে উঠলেও নিখোজ হয় বর রাব্বী (২৫), তার মা সেলিনা বেগম (৪৫), ফুফু লিপি বেগম (২৮), ফুফাতো বোন খাদিজা (৭) ও ফুফাতো বোন মারিয়া (৮)। পরে স্থানীয় জেলেরা লিপি বেগমের ভাসমান লাশ উদ্ধার করে। উদ্ধার অভিযানের টিম লিডার ফায়ার ফাইটার রেজোয়ান জানান, দ্বিতীয় দিনের মতো সকাল ৮ টায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজদের সন্ধান পাওয়া যায় নি। দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা জানান, দশনিায় ট্রলার ডুবির ঘটনায় নিখোজ ৪ জনের কাউকেই উদ্ধার করা যায় নি। উদ্ধার অভিযান চলছে।
Published on: 2023-04-29 06:34:12.406931 +0200 CEST