দৈনিক জনকণ্ঠ
কয়েক মিনিটের মধ্যে শেষ পশ্চিমাঞ্চলের ট্রেনের অগ্রিম টিকিট

কয়েক মিনিটের মধ্যে শেষ পশ্চিমাঞ্চলের ট্রেনের অগ্রিম টিকিট

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে পশ্চিমাঞ্চলের অগ্রিম টিকিট। বিশেষ করে রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহীসহ উত্তরবঙ্গগামী কোনো ট্রেনেরই টিকিট নেই বলে জানা গেছে। শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৮টা থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। ট্রেনের টিকিট এবার শতভাগ অনলাইনে দেওয়া হয়েছে। কোনো কাউন্টারে টিকিট বিক্রি হচ্ছে না। খোঁজ নিয়ে জানা যায়, ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে দেওয়ার কারণে কমলাপুরে টিকিটপ্রত্যাশীদের সেই চিরচেনা ভিড় নেই। টিকিট কাটা যাত্রীদের দুর্ভোগের খবর চোখে পড়েনি। রেলওয়ে সূত্র জানায়, এবার ঈদে ট্রেনে প্রতিদিন বিক্রি করা হবে ২৫ হাজার ৭৭৮টি টিকিট। আজ প্রথম দিন সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১৪ হাজার ২৪৫টি টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে পশ্চিমাঞ্চলের সব টিকিট বিক্রি হয়ে গেছে। আছে বেশি সিলেট অঞ্চলের টিকিট।
Published on: 2023-04-07 11:04:11.48371 +0200 CEST