দৈনিক জনকণ্ঠ
রামুতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল তিন জনের

রামুতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল তিন জনের

কক্সবাজারের রামুতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন তিন জন। শুক্রবার (৭ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে রামু উপজেলার খুনিরাপালং এলাকার কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতদের মধ্যে উখিয়ার মনির মার্কেট এলাকার সিএনজি চালক বদিউল আলম (৪০)। বাকিদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। রামুর তুলাবাগান হাইওয়ে ক্রসিং থানার ওসি মিজবাহ উদ্দিন জানান, উখিয়ার কোটবাজার থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি কক্সবাজার যাওয়ার পথে খুনিয়া পাংল এলাকায় অপরদিক থেকে আসা টেকনাফমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়েছেন আরও দুজন। আহতদের উন্নত চিকিৎসার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Published on: 2023-04-07 09:47:39.597793 +0200 CEST