রাজধানীর বঙ্গবাজারের মার্কেটে আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তুপ এখনও পুরোপুরি সরানো সম্ভব হয়নি। এখনও উদ্ধারকাজ পরিচালনা করা হচ্ছে। এর মধ্যেই শনিবার (৮ এপ্রিল) ফুটপাতে দোকান নিয়ে বসেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বঙ্গবাজার মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের তালিকাভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্তরা এখনও আশঙ্কায় রয়েছেন।
আগুনে পোড়া মালামাল প্রণদনাস্বরূপ ৪০ লাখ টাকায় কিনে নেয় সিটি করপোরেশন। সে টাকা বণ্টন করা হবে ক্ষতিগ্রস্তদের মাঝে।
এর আগে গত মঙ্গলবার (৪ এপ্রিল) অগ্নিকাণ্ডে বঙ্গবাজার লাগোয়া পাঁচটি মার্কেট পুরোপুরি পুড়ে যায়। আগুনে পাঁচ হাজারের বেশি দোকানপাট পুড়ে গেছে।
Published on: 2023-04-08 08:33:35.49652 +0200 CEST
------------ Previous News ------------