দৈনিক জনকণ্ঠ
রানা প্লাজার সোহেল রানার জামিন স্থগিতে আবেদন

রানা প্লাজার সোহেল রানার জামিন স্থগিতে আবেদন

সাভারের রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় ভবন মালিক সোহেল রানাকে দেয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রবিবার (৯ এপ্রিল) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুন এ আবেদন করেছেন। বিষয়টি নিশ্চিত করে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম। তিনি জানান, চেম্বার বিচারপতির আদালতে আজ এই আবেদনের ওপর শুনানি হতে পারে। এর আগে, গত ৬ এপ্রিল বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নুরুউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ সোহেল রানার জামিন মঞ্জুর করেন।
Published on: 2023-04-09 08:18:03.28913 +0200 CEST