দৈনিক জনকণ্ঠ
গাজীপুরে কারখানার গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ১৪

গাজীপুরে কারখানার গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ১৪

গাজীপুরের কোনাবাড়িতে পোশাক কারখানায় গ্যাস লাইন বিস্ফোরণে ১৪ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল (ঢামেক) ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার (১ মে) সকাল ৭ টা ৩০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সুপার ভাইজার সবুর (৩৫), লাইন ম্যানেজার সাহাবুল ইসলাম (৪৪), কাটিং মাস্টার আসলাম আলী (২৭), ক্লিনার ফজলুর (৬০), নিরাপত্তা প্রহরী চাঁন মিয়া (৪৫), পথচারী মো. সোহেল,  আলমগীর (৩০), তৌসিফ (৩২),আরিফ (২২),আবুল হোসেন (৩৫),রাকিব (৪০),রাশেদ (৩০), রফিকুল (৩২) ও বাবুল (৩৫)। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান, মন্ডল গ্রুপের কটন বিডি কারখানার একটি কক্ষে গ্যাস লাইনের লিকেজ থেকে প্রথমে আগুন ও পরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
Published on: 2023-05-01 10:02:34.422475 +0200 CEST