ঘূর্ণিঝড়ে স্থানীয় বাসিন্দাদের জানমালের ক্ষয়-ক্ষতির আশঙ্কায় সেন্টমার্টিনের সানরাইজ রিসোর্টকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১ টায় সামাজিক যোগাযোগ মাধ্যমের নিজস্ব ফেসবুক পেইজে এই ঘোষণা দেন উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ টেকনাফ পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান বদি।
তিনি জনকণ্ঠকে বলেন, সম্ভাব্য ঘূর্নিঝড় মোখা আগামী দুয়েক দিনের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। এই আঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনেও। তাই দ্বীপবাসীর কথা চিন্তা বিবেচনা করে এই ব্যবস্থা নিয়েছি।
বদির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উখিয়া-টেকনাফের সর্ব-স্তরের জনসাধারণ। এ নিয়ে প্রশংসায় ভাসছেন তিনি।
ঘূণিঝড় মোখার আতঙ্কে রয়েছেন পুরো দেশবাসী।
Published on: 2023-05-12 06:38:40.640017 +0200 CEST
------------ Previous News ------------