সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে দেশে ফিরেছেন ২৩৯ জন বাংলাদেশি। শুক্রবার (১২ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৯টার দিকে তারা দেশে ফেরেন।
দেশে ফেরত আসা এসব বাংলাদেশিকে প্রথমে সুদানের রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদানে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে তাদের জেদ্দা অভিমুখী জাহাজে পাঠানো হয়। সেখানে বাংলাদেশ দূতাবাস তাদের খাওয়া-দাওয়া আশ্রয়ের ব্যবস্থা করে।
বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জাতিসংঘ অভিবাসন সংস্থা (আইওএম) থেকে তাদের স্বাগত জানানো হয়।
এ নিয়ে ৫ দফায় মোট ৫৫৫ জন সুদান প্রবাসী বাংলাদেশি দেশে ফিরল।
Published on: 2023-05-12 07:34:42.907588 +0200 CEST
------------ Previous News ------------