নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে কোনো নমনীয়তার সুযোগ নেই। কমিশনে কারো কাছ থেকে লিখিত কোনো অভিযোগ আসলে আমরা ব্যবস্থা নেব। আমরা আসলেই চাই সবগুলো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক।
রবিবার (২১ মে) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন ইসি রাশেদা সুলতানা ।
গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী অনুযায়ী নির্বাচন কমিশনের (ইসি) ভোট বাতিলের ক্ষমতা আগের চেয়ে আরও বাড়ছে বলে দাবি করেছেন তিনি।
তিনি বলেন, ‘খসড়ায় নির্বাচন চলাকালীন ভোট বাতিলের ক্ষমতা খর্ব করা হয়নি। গাইবান্ধার মতো ভোট চলাকালীন নির্বাচন বাতিলের ক্ষমতা আগের মতোই থাকছে। পাশাপাশি গেজেট প্রকাশের আগ পর্যন্ত এক বা একাধিক কেন্দ্রের ফলাফল বাতিলের ক্ষমতা যুক্ত হচ্ছে।’
রাশেদা সুলতানা বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণার পর এবং কমিশনে ফলাফল পাঠানোর সময় কিন্তু অনেক সময় অভিযোগ আসে। কিন্তু এই সময়টার মধ্যে কোনো অভিযোগ এলে কমিশনের হাতে কোনও ক্ষমতা নাই। সেই অভিযোগের বিষয়ে কমিশন কিছু করতে পারে না।’
গাইবান্ধার মতো ভোট বন্ধ করতে পারবেন কিনা- এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমি যতটুকু বুঝি যে আমরা পারবো। কারণ, আমরা ৯১(ক) নিয়ে কোনও প্রস্তাবনাই দেইনি। যেটা প্রস্তাবনায় যায় নাই, সেটা তো বাতিল হওয়ার কোনো কারণ আছে বলে মনে হয় না।’
এ দিকে, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
Published on: 2023-05-21 14:32:28.019563 +0200 CEST
------------ Previous News ------------