ঢাকা ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সুজিত কুমার বালা। সোমবার (২২ মে) জারি করা একটি প্রজ্ঞাপনে তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে ঢাকা ওয়াসা ওয়াসা চেয়ারম্যান গোলাম মোস্তফা, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে নিয়ে মন্ত্রণালয়ে একটি অভিযোগপত্র জমা দেন। তিনি বলেন, এমডি রাষ্ট্রীয় এই সংস্থাটিকে নিজের ব্যক্তিগত সম্পদের মতো পরিচালনা করছেন।
গোলাম মোস্তফা বলেন, তিনি ওয়াসাকে নিজের ব্যক্তিগত সম্পদের মতো করে ব্যবহার করেন। এখানে তিনি রামরাজত্ব কায়েম করেছেন। কারো কথাই শোনেন না তিনি।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আকবর হোসেনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন আইন ১৯৯৬ এর ৭(১) ধারা অনুযায়ী, ঢাকা ওয়াসা বোর্ডের সদস্যদের মধ্য থেকে সুজিত কুমার বালাকে ওয়াসা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ করা হল।
নতুন চেয়ারম্যান সুজিত বালা বুয়েটের ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের শিক্ষক।
Published on: 2023-05-22 17:44:57.860875 +0200 CEST
------------ Previous News ------------