গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের 'সি’ ইউনিটের (ব্যবসা) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সি ইউনিটে মোট উর্ত্তীণ হয়েছেন ২৪ হাজার ৩৩৭ জন পরীক্ষার্থী।
সোমবার (২৯ মে) রাতে গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম-আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন।
উপাচার্য বলেন, এবার গুচ্ছ ‘সি’ ইউনিট (ব্যবসা) মোট আবেদন করে ৩৯ হাজার ৮৬৪ জন শিক্ষার্থী। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৮ হাজার ৩৫১ জন। এই ইউনিটে পাসের হার ৬৩.৪৬ শতাংশ। মোট ২৪ হাজার ৩৩৭ জন শিক্ষার্থী কৃতকার্য এবং ৩৬.৫৪ শতাংশ অর্থ্যাৎ ১৪ হাজার ১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
উপাচার্য বলেন, ‘সি’ ইউনিটে সর্বোচ্চ নম্বর ৮৫.২৫ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে রায়হান খান রাজু। রায়হান খান রাজু ঢাকা নটরডেম কলেজের শিক্ষার্থী ছিলেন। তার পরীক্ষার কেন্দ্র ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। গুচ্ছের ফলাফল www.gstadmission.ac.bd ওয়েবসাইটে দেখা যাবে।
এ সময় তিনি বলেন, এ ফলাফল নিয়ে যদি কেউ সন্তুষ্ট না থাকে তাহলে সে পুনঃনিরক্ষণ করার সুযোগ পাবে। তবে পুনঃনিরক্ষণের ফি নির্ধারণ করা হয়নি এখনও।
Published on: 2023-05-30 07:26:15.853317 +0200 CEST
------------ Previous News ------------