কোনো একটি দলকে উদ্দেশ্য করে নয়, সুন্দর নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বুধবার (৩১ মে) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
আসাদুজ্জামান খান বলেন, আওয়ামী লীগ সব সময় সুষ্ঠু নির্বাচন চায় এবং সামনেও তাই করবে। বন্দুকের নল দিয়ে এ দেশে কোনো নির্বাচন হবে না। নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রে নিজস্ব বিষয়। এ নিয়ে আওয়ামী লীগের কোনো প্রতিক্রিয়া নেই। সরকার সুষ্ঠু নির্বাচনে প্রতিজ্ঞাবদ্ধ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব দূতাবাসকে একই নিরাপত্তা দেয়া হবে। কেউ বাড়তি নিরাপত্তা চাইলে অর্থের বিনিময়ে নিতে হবে। সব বিদেশি নাগরিক যেন নিরাপদে নিশ্চিন্ত থাকে, সরকার সে বিষয়ে সচেতন।
আসাদুজ্জামান খান বলেন, আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করে না। কোনো পেশি শক্তিকেও বিশ্বাস করে না। আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায়। এদিকে, বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
Published on: 2023-05-31 14:40:23.324822 +0200 CEST
------------ Previous News ------------