দৈনিক জনকণ্ঠ
চলছে ভোট গণনা, বরিশালে বিশাল ব্যবধানে এগিয়ে নৌকা

চলছে ভোট গণনা, বরিশালে বিশাল ব্যবধানে এগিয়ে নৌকা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। প্রাপ্ত ৭২টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছে নৌকা এবং দ্বিতীয় অবস্থানে আছে হাতপাখা। নির্বাচনে মোট কেন্দ্র ১২৬টি কেন্দ্রের মধ্যে ৭২ কেন্দ্রের ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ নৌকা প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৭৭৪ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পেয়েছেন ১৭ হাজার ৪৭২ ভোট। সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ। ভোট নেয়া হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)। নির্বাচনে বরিশালে হাতপাখার প্রার্থীর লোকজন নৌকা প্রতীকের সমর্থকদের মারধর, ভোট কেন্দ্রে আসতে বাধা ও ভোট দিতে আসা নারীদের ধর্মীয়ভাবে বুঝিয়ে নৌকা প্রতীকে ভোট দিতে নিষেধ করাসহ কয়েকটি অভিযোগে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন নৌকা প্রতীকের প্রধান এজেন্ট আফজালুল করিম। বরিশালে মেয়র পদে অন্যান্য প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন তাপস, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মিজানুর রহমান বাচ্চু, টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন, হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামান ও হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন হাওলাদার। বরিশালে ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন এবং নারী ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন।
Published on: 2023-06-12 14:19:23.497908 +0200 CEST