বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির লাঙল মার্কার মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস অভিযোগ করেছেন, একটি ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার দাবি করা ব্যক্তির আইডি কার্ডে কোনো ছবি নেই। সন্দেহ হচ্ছে, অন্য এজেন্সির লোক ঢুকে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে।
সোমবার দুপুরে গোরস্থান রোডের সৈয়দ আব্দুল মান্নান ডিডিএফ আলিম মাদ্রাসা কেন্দ্রে সাংবাদিকদের কাছে অভিযোগ তুলে ইকবাল হোসেন তাপস আরও বলেন, ভোট দিতে নিরুৎসাহিত করা হচ্ছে, একটি বুথের ৮-১০ জন নারী এ অভিযোগ আমাকে করেছেন। আমি ভোট দিতে গেলে ফিঙ্গারপ্রিন্ট মেলেনি, তখন প্রিজাইডিং অফিসার সহায়তা করায় ভোট দিতে পেরেছি।
নগরীর ২২ নম্বর ওয়ার্ড কাজীপাড়া কেন্দ্রে ছাত্রলীগের কর্মীরা নারী ভোটারদের বাঁধা দিচ্ছে অভিযোগ করে তাপস বলেন, নৌকার কর্মীরা রাস্তা থেকে আমার ভোটারদের ফিরিয়ে দিচ্ছে। বলছে আপনাদের ভোটকেন্দ্রে যাওয়ার দরকার নেই। তিনি বলেন, আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছেনা। বলা হচ্ছে, পাসপোর্ট সাইজের ছবি এনেছেন কেন, স্ট্যাম্প সাইজ লাগবে। এভাবে নানা অজুহাত দেখাচ্ছেন তারা। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা রয়েছে জানিয়ে তাপস বলেন, তারা চাচ্ছে ভোটটা যেন ধীরগতিতে হয়, তাহলে আওয়ামী লীগ এসে ভোট দেবে, অন্যরা দেবে না। এরকম সুবিধার জন্য হয়তো তারা এমনটি করছে।
Published on: 2023-06-12 09:49:55.292728 +0200 CEST
------------ Previous News ------------