দৈনিক জনকণ্ঠ
আফতাবনগরে বসবে পশুর হাট, থাকল না বাধা

আফতাবনগরে বসবে পশুর হাট, থাকল না বাধা

আসন্ন ঈদুল আজহা ঘিরে রাজধানীর আফতাবনগরে কোরবানির পশুর হাট বসাতে আইনগত কোনো বাধা আর থাকল না। ইজারার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগ। বুধবার (১৪ জুন) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ আদেশ দেন। গত ২২ মে আফতাবনগরে পশুর হাট না বসানোর বিষয়ে দেওয়া ইজারার কার্যক্রম স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃক বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগর ব্লক ‘বি’ থেকে ‘এইচ’ পর্যন্ত খালি জায়গা ইজারা দেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। এর আগে পরিবেশ সংরক্ষণের দাবিতে গত ১৫ মে আফতাবনগরে গরুর হাট না বসানোর নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।
Published on: 2023-06-14 10:04:14.446171 +0200 CEST