কিছু মধ্যম শ্রেণির ব্যবসায়ী আছেন, যারা জিনিসের দাম বাড়ানোর সুযোগ খোঁজেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
শুক্রবার (১৬ জুন) বিকালে রংপুর নগরীর চিকলী পার্ক এলাকায় তার বাসভবনে এলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, মসলা, আদা ও মাংসের দাম বেড়েছে, সেদিকে আমরা কড়া নজর দিচ্ছি। কিছু মধ্যম শ্রেণির ব্যবসায়ী আছেন, যারা জিনিসের দাম বাড়ানোর সুযোগ খোঁজেন।
মন্ত্রী বলেন, যেসব জায়গায় ভারতীয় পেঁয়াজ এসেছে সেখানে দাম ৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে দেশি পেঁয়াজের দাম এখনও কমেনি।
টিপু মুনশি বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যাতে না বাড়ে সে জন্য দেশের প্রচলিত যে আইন আছে সেই আইন অনুযায়ী অভিযান পরিচালনা করে জরিমানা করা হচ্ছে। তবে আমাদের সব দিকে সজাগ থাকতে হবে। কোনও কারণে ব্যবসায়ীরা হঠাৎ যদি পণ্য আমদানি বন্ধ করে দেয় তাহলে সাধারণ মানুষের কষ্ট হবে। সে কারণে খুব ব্যালেন্স করে এগোতে হয়।
তিনি বলেন, ভারত থেকে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ এখনও আসা শুরু হয়নি। এখন দেশি পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এটা ডিসট্রিবিউশন সমস্যা। আশা করি দাম কমে আসবে।
Published on: 2023-06-16 18:03:04.621056 +0200 CEST
------------ Previous News ------------