রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উৎসবমুখর পরিবেশে উপস্থিতি লক্ষ্য করা গেলেও শেষমেষ ভোট উৎসবে বাগড়া দিয়েছে বৃষ্টি। বুধবার সকাল ৮ টায় ভালোভাবেই ভোট গ্রহণ শুরু হয়। তবে বেলা ১১টা থেকে শহরে বৃষ্টি শুরু হয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী বৃষ্টিতে গতি কমে যায় ভোট প্রয়োগের।
এ সময় বেশীর ভাগ কেন্দ্র ফাকা হয়ে যায়। বাইরের ছাউনি ও দোকান ঘরে মানুষের জটলা দেখা যায়। এ রিপোর্ট লেখার সময়ও ঝিরঝির বৃস্টি হচ্ছে রাজশাহীতে। এতে কেন্দ্রে ভোটার উপস্থিতি কমে গেছে। বৃষ্টি না থামলে ভোটার উপস্থিতি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে ভোটগ্রহণ শুরুর পর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ও জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম স্বপন নিজ নিজ কেন্দ্রে নিজের ভোট দিয়েছেন। বেলা ১১টায় রাজশাহী মুসলিম হাইস্কুল কেন্দ্রে ভোট দেওয়ার কথা ছিল জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী লতিফ আনোয়ারের। তবে বৃষ্টির কারণে তিনি কেন্দ্রে আসতে পারেননি। পরে যে কোনো সময় তিনি ভোট দেবেন বলে জানিয়েছেন।
শহরে ঝুম বৃষ্টি হলেও এর খবর নেই শহরের বাইরে অবস্থিত রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারে। এখানকার পর্যবেক্ষক আবদুস সালাম জানান, তাদের এলাকায় এখনো বৃষ্টি শুরু হয়নি। তবে আকাশ মেঘলা রয়েছে। যে কোনো সময় ওই এলাকাতেও বৃষ্টি হতে পারে।
এর আগে বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ৩০টি ওয়ার্ডে ১৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। এর মধ্যে ১৪৮ কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এবার ১ হাজার ১৫৩টি কক্ষে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে। নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী ছাড়াও ১১২ জন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রয়েছেন। এছাড়া ১০টি সংরক্ষিত নারী আসনের জন্য লড়ছেন ৪৬ প্রার্থী।
এই সিটিতে এবার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ১৮৫ জন, আর নারী ১ লাখ ৮০ হাজার ৯৭২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন।
Published on: 2023-06-21 10:05:24.561901 +0200 CEST
------------ Previous News ------------