চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়া সাড়ে ২০ লাখের বেশি শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে। প্রধানমন্ত্রীর সময় দেয়ার সম্মতি সাপেক্ষে জুলাইয়ের ২৮, ২৯ এবং ৩১ তারিখের যেকোনো দিন এ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে।
বৃহস্পতিবার (২২ জুন) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার সমকালকে এ তথ্য জানান।
তিনি বলেন, এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন রেজাল্ট তৈরির অন্যান্য আনুষ্ঠানিকতা চলছে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে জুলাইয়ের শেষ সপ্তাহের যেকোনো দিন ফল প্রকাশ করা হবে।
২০২৩ সালের এসএসসি পরীক্ষা শুরু হয় গত ৩০ এপ্রিল। শেষ হয় ২৮ মে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এ বছর এই পরীক্ষায় ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।
Published on: 2023-06-22 16:34:53.060972 +0200 CEST
------------ Previous News ------------