রাজধানী ঢাকার ডেমরায় একটি নির্মাণাধীন ভবনে ক্রেনের দড়ি ছিঁড়ে ৩ শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ১ শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (২৪ জুন) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক।
তিনি জানান, একটি নির্মাণাধীন ভবনে কাজ চলার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত ৩ শ্রমিক হলেন— মিজান (৩০), মোস্তফা (৪২) ও জাফর (৫০)।
Published on: 2023-06-24 12:55:22.608058 +0200 CEST
------------ Previous News ------------