দৈনিক জনকণ্ঠ
ঈদের মাসে রেমিট্যান্স এলো ১৭৯ কোটি ৬৬ লাখ ৪০ হাজার ডলার

ঈদের মাসে রেমিট্যান্স এলো ১৭৯ কোটি ৬৬ লাখ ৪০ হাজার ডলার

আসন্ন পবিত্র ঈদুল আজহার চলতি মাসের ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৯ কোটি ৬৬ লাখ ৪০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা) ১৯ হাজার ৪০৩ কোটি টাকার বেশি। এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে দুই বিলিয়ন ডলার ঘরে পৌঁছাবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, জুন মাসের প্রথম ২৩ দিনে মোট ১৭৯ কোটি ৬৬ লাখ ৪০ হাজার ডলার বা ১৯ হাজার ৪০৩ কোটি টাকার বেশি প্রবাসী আয় এসেছে। এর মধ্যে রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে এসেছে ২৭ কোটি ৮৪ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত এক ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৫৭ লাখ ৪০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪১ কোটি ৭৪ লাখ ১০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫০ লাখ ডলারের রেমিট্যান্স। এদিকে, গত মে মাসে দেশে ১৬৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার ডলার এসেছিল। সে হিসাবে এখন পর্যন্ত মে মাসের চেয়ে চলতি জুন মাসে রেমিট্যান্সের প্রবাহ অনেক ভালো রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বলছেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রবাসীরা তাদের পরিবারের কাছে রেমিট্যান্স পাঠাচ্ছেন। চলতি মাসের বাকি সময়ে আরও রেমিট্যান্স আসার সম্ভাবনা রয়েছে।
Published on: 2023-06-25 15:29:11.49293 +0200 CEST