রাজধানীর গুলশান, বনানী ও বারিধারার কূটনৈতিক এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোসতাক আহমেদ। পবিত্র ঈদুল আজহাকে ঘিরে নিরাপত্তা জোরদারের এই পদক্ষেপ নেয়া হয়েছে।
বুধবার (২৮ জুন) বিকেলে গুলশান-২ নম্বরে কূটনৈতিক এলাকার সার্বিক নিরাপত্তায় গৃহীত পদক্ষেপ ও কার্যাবলি নিয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
মোসতাক আহমেদ বলেন, ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত সম্মানিত নাগরিক এবং কূটনৈতিক এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ (বুধবার) থেকে অভিজাত এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়াও অভিজাত এলাকায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
তিনি বলেন, রাজধানীর অভিজাত এলাকায় অনেক বিদেশি নাগরিক বসবাস করেন। তারা যাতে ঈদে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন, সেই বিষয়টি মাথায় রেখেই গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
এসময় ঈদের ছুটি চলাকালীন রাজধানীতে র্যাবের বাড়তি নিরাপত্তা বহাল থাকবে বলেও জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের তিনি জানান, বিশেষ ব্যবস্থার মধ্যে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অন্যসময়ের চেয়ে বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও রোবট পেট্রোলিং, পিকাআপ টহল টিম ও নরমাল অন্যান্য কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। সেই সঙ্গে অপরাধ রোধে সার্বক্ষণিক সাইবার মনিটরিং টিমও কাজ করছে।
Published on: 2023-06-28 15:13:34.449373 +0200 CEST
------------ Previous News ------------