দৈনিক জনকণ্ঠ
প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৮ জুন) ঢাকার ভারতীয় হাইক‌মিশন এক বার্তায় এ তথ‌্য জানায়। প্রধানমন্ত্রী‌কে পাঠা‌নো শুভেচ্ছা বার্তায় মো‌দি ব‌লেন, ঈদুল আজহার এই পবিত্র উৎসব ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের একটি শক্তিশালী অনুস্মারক হিসেবে কাজ করে। মো‌দি ব‌লেন, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে বন্ধন আমাদের যৌথ ইতিহাস ও সাংস্কৃতিক সম্পর্কের পাশাপাশি উভয় পক্ষের মানুষের আত্মত্যাগের মাধ্যমে নির্মিত হয়েছে। পবিত্র ঈদুল আজহার এই উৎসব দুই দে‌শের জনগণকে আরও কাছাকাছি নিয়ে যা‌বে বলে আশা করেন মোদি।
Published on: 2023-06-28 16:58:22.145943 +0200 CEST