দৈনিক জনকণ্ঠ
নির্বাচনকালীন সরকার কখন হবে সে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নির্বাচনকালীন সরকার কখন হবে সে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নির্বাচনকালীন সরকার কখন গঠন করা হবে সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রবিবার (৪ জুন) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন  তিনি। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যখন মনে করবেন তখন তিনি নির্বাচনকালীন সরকার গঠন করবেন। নির্বাচনকালীন সরকারে শুধু জনগণের প্রতিনিধিদের থাকা উচিত। এছাড়া  নির্বাচনকালীন সরকার গঠনে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় না, তবে তিনি প্রয়োজনমতো ক্যাবিনেট গঠন করতে পারেন বলেও জানান আইনমন্ত্রী।
Published on: 2023-06-04 10:14:59.047314 +0200 CEST