প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে ফরিদপুরে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। ফরিদপুরের আদালতে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের কয়েদি গাড়িতে তাঁকে আদালতে আনা হয়। এরপর আদালতের বিচারক তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠান।
২৩ মে ফরিদপুর ১ নম্বর আমলি আদালতে (সদর) মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলাটি করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। বাদী পক্ষের আইনজীবী জাহিদ ব্যাপারি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মানহানি (পেনাল কোডের ৫০০/৫০১) ও ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে এ অভিযোগ করা হয়। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরুণ বাছাড় তাঁকে হাজিরের নির্দেশ দেন। এরপর তাঁকে মঙ্গলবার আদালতে হাজির করা হলে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
Published on: 2023-06-06 11:58:42.408339 +0200 CEST
------------ Previous News ------------