দৈনিক জনকণ্ঠ
আওয়ামী লীগের সমাবেশ চলছে

আওয়ামী লীগের সমাবেশ চলছে

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়েছে। বুধবার (১২ জুলাই) বিকেল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফির সভাপতিত্বে এ সমাবেশ শুরু হয়। শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। দুপুর ২টা থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড, থানা ও মহানগর শাখার নেতাকর্মীদের সমাবেশে উপস্থিত হতে দেখা যায়। এছাড়া রাজধানীর আশেপাশের উপজেলা থেকেও স্থানীয় নেতারা কর্মীদের নিয়ে সমাবেশে এসে যোগ দিচ্ছেন। নেতাকর্মীরা বৃষ্টি উপেক্ষা করেই সমাবেশ স্থলে অবস্থান করেন। গুলিস্তান জিরো পয়েন্ট থেকে গুলিস্তান হকার্স মার্কেট পর্যন্ত রাস্তায় নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। সমাবেশের মঞ্চে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভাপতি জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি উপস্থিত রয়েছেন। এ ছাড়া, আরও নেতাকর্মীরা দলে দলে সমাবেশে যোগ দিচ্ছেন।
Published on: 2023-07-12 12:39:03.290892 +0200 CEST