ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত ছয়জন শিক্ষক। তারা হচ্ছেন- ইংরেজি বিভাগের সৈয়দ মনজুরুল ইসলাম, আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের খন্দকার বজলুল হক, উন্নয়ন অধ্যয়ন বিভাগের আতিউর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের নজরুল ইসলাম, চারুকলার অঙ্কন ও চিত্রায়ন বিভাগের রফিকুন নবী এবং প্রাচ্যকলা বিভাগের হাশেম খান।
শিগগিরই অবসরপ্রাপ্ত ছয় শিক্ষককে ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল বলেন, ছয় অবসরপ্রাপ্ত শিক্ষককে ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা দেওয়ার বিষয়টি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে (শিক্ষা পরিষদ) অনুমোদিত হয়েছে। এখন সিন্ডিকেটে অনুমোদিত হলে বিষয়টি চূড়ান্ত হবে। এরপর তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
শিক্ষা কার্যক্রমে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ্যাতিমান অধ্যাপকদের চাকরির নির্দিষ্ট বয়সসীমা (৬৫ বছর) শেষ হওয়ার পর ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়ার রীতি আছে।
ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা পাওয়া অবসরপ্রাপ্ত শিক্ষকেরা ৭৬ বছর বয়স পর্যন্ত একজন অধ্যাপকের পূর্ণ সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।
গত তিন দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতজন শিক্ষক এই মর্যাদা পেয়েছেন। তাঁরা হলেন—আবদুল জব্বার, সিরাজুল ইসলাম চৌধুরী, আনিসুজ্জামান, সুলতানা সারওয়াত আরা জামান, নাজমা চৌধুরী, আবদুল মতিন ও এ কে আজাদ চৌধুরী।
Published on: 2023-07-14 07:36:23.806415 +0200 CEST
------------ Previous News ------------