পবিত্র ঈদুল আজহার চার দিনের ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলছে রবিবার (২ জুলাই)।
বৃহস্পতিবার (২৯ জুন) সারা দেশে পালিত হয় পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদ। তখন ঈদের ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নেয় সরকার।
ফলে ঈদের ছুটি ছিল ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত (মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) চারদিন। ১ জুলাই (শনিবার) ছিল সাপ্তাহিক ছুটি। ফলে এবার ঈদের ছুটি মিলে পাঁচ দিন।
টানা পাঁচদিন ঈদের ছুটি শেষে আজ রবিবার (২ জুলাই) অফিসে যোগ দেবেন সরকারি-বেসরকারি কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বিমা, অফিস-আদালত, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।
Published on: 2023-07-02 06:53:39.402474 +0200 CEST
------------ Previous News ------------