দৈনিক জনকণ্ঠ
বাণিজ্য মেলার মাঠে আওয়ামী লীগের সমাবেশ শুক্রবার

বাণিজ্য মেলার মাঠে আওয়ামী লীগের সমাবেশ শুক্রবার

২৭ জুলাইয়ের নির্ধারিত সমাবেশ এক দিন পিছিয়ে ২৮ জুলাই করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন। সংগঠনগুলো হলো- যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। শুক্রবার (২৮ জুলাই) আগারগাঁওয়ে বাণিজ্য মেলার (পুরনো) মাঠে শান্তি সমাবেশ করবে ভ্রাতৃপ্রতিম এই তিন সংগঠন। বুধবার (২৬ জুলাই) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এদিকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, আগারগাঁওয়ের বাণিজ্য মেলা মাঠটি সমাবেশের জন্য উপযোগী নয়। মাঠটিকে ব্যবহার উপযোগী করার জন্য একদিন সময় প্রয়োজন। এ জন্য আমাদের শান্তি সমাবেশ এক দিন পিছিয়ে ২৮ জুলাই শুক্রবার করা হয়েছে।
Published on: 2023-07-26 17:55:41.751747 +0200 CEST