সামাবেশের নামে বিএনপি কোনো সহিংস পরিবেশ সৃষ্টি করলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ, সর্বোপরি জনগণ তাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন তিন ভাতৃপ্রতিম সংগঠনের নেতারা।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলন করে দলের তিন সহযোগী সংগঠন।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের নেতারা বলেন, বিএনপি আমাদের দেশের একটি ষড়যন্ত্রকারী দল। তারা শান্তিতে বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে রক্তপাত, খুন, গুম ধর্ষণ হত্যা। সমাবেশের নামে বিএনপির কোনো অহিংস পরিবেশ সৃষ্টি করলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ, সর্বোপরি জনগণ তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেবে। বিএনপির অন্যায় অত্যাচার জুলুম থেকে জনগণকে রক্ষা করার জন্য আমরা থাকব।
লিখিত বক্তব্য পাঠ শেষে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ সাংবাদিকদের জানান, আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
যুবলীগ চেয়ারম্যান জানান, সারাদেশ থেকে লাখ লাখ লোক আসতে শুরু করেছে। যুবলীগের সমাবেশে ৮ লাখ লোক হয়েছিল। এটা তিন সংগঠনের সমাবেশ। সেহেতু কত লোক হবে বলা যাচ্ছে না। তবে অগণিত লোক সমাগম হবে। লোকে লোকারণ্য হয়ে যাবে। আমরা সবকিছুর জন্য প্রস্তুত আছি।
Published on: 2023-07-27 16:29:42.103482 +0200 CEST
------------ Previous News ------------