দৈনিক জনকণ্ঠ
ঈদুল আজহার ছুটিতে শের-ই-বাংলা মেডিকেলে ৬০ রোগীর মৃত্যু

ঈদুল আজহার ছুটিতে শের-ই-বাংলা মেডিকেলে ৬০ রোগীর মৃত্যু

ঈদুল আজহার সরকারি ছুটিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬০ রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রোগীর স্বজনদের অভিযোগ, সরকারি ছুটির চার দিন সিনিয়র কোন চিকিৎসক সেবা দিতে আসেননি। মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর স্বজন বলেন, রোগীর অবস্থা গুরুতর হওয়ায় ঈদের সময় আমাদের হাসপাতালেই থাকতে হয়েছে। দুর্ভাগ্য হচ্ছে এই চার দিনে কোনো চিকিৎসক আসেন নি। মাঝে মধ্যে দুয়েকজন ইন্টার্ন চিকিৎসক এসে ঘুরে যেতেন আর অল্প কয়েকজন নার্স ছিলেন। অভিযোগ অস্বীকার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। ঈদের বন্ধের সময় যে সংখ্যক রোগীর মৃত্যু হয়েছে তা হাসপাতালের স্বাভাবিক ঘটনা। ডাক্তার-নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা রোস্টার অনুযায়ী, দায়িত্ব পালন করেছেন। চিকিৎসায় অবহেলার কোনো ঘটনা ঘটেনি।
Published on: 2023-07-03 14:07:24.650948 +0200 CEST