দৈনিক জনকণ্ঠ
আ.লীগের সোমবারের সমাবেশ স্থগিত

আ.লীগের সোমবারের সমাবেশ স্থগিত

আওয়ামী লীগ আগামীকালের শান্তি সমাবেশের কর্মসূচি স্থগিত করেছে। বিএনপির পক্ষ থেকে সোমবার সারা দেশে জনসমাবেশের কর্মসূচি ঘোষণার পর গত রাতে আওয়ামী লীগ ঢাকায় একই দিনে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছিল। রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এই শান্তি সমাবেশ করার কথা বলা হয়েছিল। সোমবারের সেই সমাবেশ স্থগিত করার কথা আজ জানানো হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। তবে দলটি আজ রবিবার সারা দেশে থানায় থানায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সব থানায় আজ রবিবার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ। পাশাপাশি সারা দেশের প্রতিটি থানায় দলটি বিক্ষোভ সমাবেশ করবে। গতকাল বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকায় পাঁচটি প্রবেশমুখে সংঘর্ষ এবং কয়েকটি বাসে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ আজ বিক্ষোভ কর্মসূচি করছে।
Published on: 2023-07-30 10:45:07.606187 +0200 CEST