দৈনিক জনকণ্ঠ
ঢাকার বায়ু সহনীয়, দূষণে শীর্ষে দিল্লি

ঢাকার বায়ু সহনীয়, দূষণে শীর্ষে দিল্লি

বায়ুদূষণের শীর্ষে আজ ভারতের দিল্লি। দূষণের তালিকায় ২১ নম্বরে রয়েছে রাজধানী ঢাকা। আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের সূচক অনুযায়ী, মঙ্গলবার ( ৪ জুলাই)  সকাল সাড়ে আটটা পর্যন্ত বায়ুদূষণের শীর্ষে আছে ভারতের দিল্লি। ১৫৪ স্কোর নিয়ে শীর্ষে আছে ভারতের রাজধানী। বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে আজ ঢাকার অবস্থান ২১তম। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) সকাল সাড়ে আটটায় ঢাকার স্কোর ৭০। যা বাতাসের মানকে সহনীয় বলে নির্দেশ করছে। ঈদের ছুটির পর থেকেই ঢাকার বাতাসের মান অনেকটা উন্নতি হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ১৪৩ স্কোর নিয়ে দ্বিতীয় শহরটি। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ১৩৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে। বায়ুদূষণের তালিকায় চতুর্থ অবস্থানে কম্বোডিয়ার নমপেন। পঞ্চম অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার ইনচেন।
Published on: 2023-07-04 06:38:47.554437 +0200 CEST