দৈনিক জনকণ্ঠ
তিন নম্বর বিয়েও টিকল না ব্রিটনি স্পিয়ার্সের

তিন নম্বর বিয়েও টিকল না ব্রিটনি স্পিয়ার্সের

এবারও বিয়েটা টিকল না পপ সম্রাজ্ঞী ব্রিটনি স্পিয়ার্সের। স্বামী স্যাম আজগারির সঙ্গে খুব শীঘ্রই ডিভোর্স হতে চলেছে তার। এমনকী রাস্তাঘাটে ব্রিটনিকে বর্তমানে এনগেজমেন্ট রিং ছাড়াই দেখা যাচ্ছে। ব্রিটনিকে দেখে টুপটাপ প্রেমে পড়েন আট থেকে আশি। তবে একইভাবে বার বার প্রেমে পড়েন ব্রিটনি নিজেও। ২০০৪ সালে প্রথমবার বিয়ে করেন ব্রিটনি। ছোটবেলার বন্ধু জেসনকে বেছে নিয়েছিলেন সঙ্গী হিসেবে। তবে সেই বিয়ে ভেঙেছিল মাত্র ৫৫ ঘণ্টায়। এর  তিনদিন গড়াতে না গড়াতেই পুলিশ এসে তুলে নিয়ে যায় জেসনকে। তারপর বিচ্ছেদ। দ্বিতীয় বিয়ে করেন কয়েক মাসের মধ্যেই। প্রাক্তন গায়ক তথা ডিজে মাস্টার কেভিন আর্ল ফেডারলাইনের সঙ্গে। দুই সন্তানও হয় তাদের। তবে তা ভেঙে যায় ২০০৬ সালে। এরপর ২০২২ সালে বিয়ে হয় স্যাম আসগারির সঙ্গে। তবে তাও বছর ঘুরতে না ঘুরতেই ভাঙতে চলেছে। জানা যাচ্ছে, স্যাম ব্রিটনির উপরে এনেছে প্রতারণার অভিযোগ। বউ-এৎ পরকীয়া নাকি হাতেনাতে ধরে ফেলেছে সে। আর এই নিয়ে দুজনের মারাত্মক ঝামেলাও হয়েছে। যা গড়িয়েছে হাতাহাতিতে। তারপরই স্যাম ঠিক করে সে ডিভোর্স ফাইল করবে। ব্রিটনির স্বামী স্যাম ইতোমধ্যেই অন্যত্র বসবাস করছেন। তবে বিচ্ছেদের পর, ব্রিটনির থেকে আর্থিক সুবেধে পেতে পারে স্যাম। যদিও এখনই তা স্পষ্ট নয়। একই বছরের এপ্রিল মাসে ব্রিটনি জানান, মা হতে চলেছেন তিনি। কিন্তু মে মাসে ব্রিটনি-স্যাম যৌথ এক বিবৃতেতে ঘোষণা দেন, তাদের অনাগত সন্তান মারা গেছে। এ ঘটনায় খুব ভেঙে পড়েছিলেন এই দম্পতি। এই সবকিছুর পর আগস্ট মাসেই বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ল দুজনকে নিয়ে।
Published on: 2023-08-17 12:32:10.622671 +0200 CEST