নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
দশম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন জাতীয় সংসদের এই বিরোধীদলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক।
মঙ্গলবার (২২ আগস্ট) সকালে জাতীয় পার্টির প্যাডে রওশন এরশাদের নিজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এমন একটি সময় রওশন এরশাদ নিজেকে চেয়ারম্যান ঘোষণা করলেন যে সময় ভারতে অবস্থান করছেন জি এম কাদের।
আরও পড়ুন: কর্মী ভিসায় নিউজিল্যান্ডে গিয়ে প্রতারণার শিকার ১১৫ বাংলাদেশি ( https://www.dailyjanakantha.com/international/news/696533 )
এর আগে, শনিবার (১৯ আগস্ট) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রওশন এরশাদ। আর আজ (২২ আগস্ট) নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করলেন তিনি।
Published on: 2023-08-22 11:48:13.689551 +0200 CEST
------------ Previous News ------------