আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে রাজধানীর আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যান মার্কিন রাষ্ট্রদূত।
*আরও পরুন : মুসলিম নারীদের হাত থেকে রাখি বাঁধার কর্মসূচি বিজেপির ( https://www.dailyjanakantha.com/international/news/694818 )*
আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মো. ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বৈঠক উপস্থিত আছেন।
আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছে মার্কিন প্রশাসন। এরই অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।
Published on: 2023-08-03 08:09:35.530382 +0200 CEST
------------ Previous News ------------