দৈনিক জনকণ্ঠ
আরও এক শিশুর লাশ উদ্ধার, প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৮

আরও এক শিশুর লাশ উদ্ধার, প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৮

মুন্সীগঞ্জের ডহরী-তালতলা খালে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় তুরান নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সোয়া ৮টার দিকে ডুবে যাওয়া স্থান রসকাঠি এক কিলোমিটার দূরত্বে সুবচনী বাজারের কাছ থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। লৌহজং ফায়ার সার্ভিসের টিম লিডার কয়েস আহমেদ এ তথ্য নিশ্চিত করে আরও জানান, নিখোঁজ বাকি দুটি শিশুর লাশ উদ্ধারে অভিযান চলমান রয়েছে। উদ্ধার শিশু তুরান সিরাজদিখানের লতব্দী ইউনিয়নের কয়রাখোলা গ্রামের বাসিন্দা আরিফ হোসেনের ছেলে। তবে মাহির (১১) ও নাভা (৫) নামের দুই শিশু এখনও নিখোঁজ রয়েছে। গত শনিবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রাম থেকে ট্রলার নিয়ে পদ্মা নদীতে বেড়াতে যায় ৪২ জনের একটি দল। ফেরার পথে ডহরী-তালতলা খালের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ঘটনার পরেই উদ্ধার কাজ শুরু করে আশেপাশের গ্রামের বাসিন্দারা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌপুলিশের সদস্যরা উদ্ধার অভিযানে নামে। এ সময় তারা রাতেই ৭ জনের মরদেহ ও ৩৬ জনকে জীবিত উদ্ধার করে। তবে এখনও ২ জন নিখোঁজ রয়েছে।
Published on: 2023-08-07 08:30:41.897271 +0200 CEST