নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত হচ্ছে পর্যটন মৌসুম। এ সময়টাই সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত শুরু হয়। এখন চাইলেই সেন্টমাার্টিনে পর্যটকরা যেতে পারবে না।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, সেন্টমার্টিন যেতে লাগবে অনলাইন রেজিস্ট্রেশন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পর্যটকদের সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ করতে হলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এ ছাড়া দ্বীপে যাওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ ফিও দিতে হবে পর্যটকদের। এমন কী দ্বীপে দিনপ্রতি সঠিক ধারণক্ষমতা অনুযায়ী, পর্যটক নিশ্চিত করবে কর্তৃপক্ষ।
Published on: 2023-09-13 06:54:52.14245 +0200 CEST
------------ Previous News ------------