দৈনিক জনকণ্ঠ
অবশেষে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ, চূড়ান্ত সুপারিশ

অবশেষে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ, চূড়ান্ত সুপারিশ

দীর্ঘ চার বছর নানা ধাপ পেরিয়ে ২৭ হাজার ৭৪ জনকে শিক্ষক হিসেবে সুপারিশ করেছে জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কতৃপক্ষ (এনটিআরসিএ)। বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে শিক্ষা মন্ত্রণালয় বিশাল শিক্ষক নিয়োগের এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। শিক্ষামন্ত্রণালয় সূত্রে জানা যায়,  প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে ৩ হাজার ৬০৭জন পুলিশ ভেরিফিকেশনের ফরম দাখিল না করায় এবং ১৭৯৯ জনের মধ্যে জাল সনদ ও কাম্য শিক্ষাগত যোগ্যতা না থাকায় তারা শিক্ষক হওয়ার চূড়ান্ত সুপারিশ পাইনি। অনেকে বয়স ৩৫ বছর অতিক্রম করা ও নিবন্ধন সনদ না থাকা সত্ত্বেও ভুল পদে আবেদন করায় চূড়ান্তভাবে নিয়োগের যোগ্যতা হারিয়েছে। ২৭ হাজার ৭৪ জনের মধ্যে কলেজ ও স্কুলে ১৩ হাজার ৭০৫ জন , মাদ্রাসায় ১১ হাজার ২৭৯ জন, কারিগরিতে ৫১৬, সংযুক্ত স্কুলে ১৫৮৩, সংযুক্ত মাদ্রাসায় ৬২১ জন সুপারিশ পেয়েছে। এরমধ্যে পুরুষ ১৮ হাজার ১৯২ জন ও  মহিলা ৮ হাজার ৮৮২। মহিলা কোটা ৬১৭৬জন। সুপারিশকৃত প্রার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে এসএমএসের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। এছাড়া শিক্ষক নিয়োগের ফল এনটিআরসিএ-র ওয়েবসাইটে পাওয়া যাবে।
Published on: 2023-09-21 07:26:45.482067 +0200 CEST