বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক নয়া দিল্লিতে আগামী শুক্রবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এ তথ্য জানান।
পররাষ্ট্রসচিব বলেন, ‘আগমী ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বৈঠক অনুষ্ঠিত হবে। আমাদের দ্বিপাক্ষিক অনেক ইস্যু রয়েছে। সবগুলো নিয়ে আলাপ হবে। আমাদের কানেক্টিভিটি ইস্যু আছে, তিস্তার পানির বিষয়ে কথা বলবো। এরপর এনার্জি সিকিউরিটি, ফুড সিকিউরিটি নিয়ে আলাপ হবে।’
তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে এখন প্রচুর প্রজেক্টও রয়েছে, সেগুলোর অগ্রগতি নিয়ে আলাপ হবে। তবে পুরো দ্বিপাক্ষিক বিষয়ে নিয়ে আলাপ করার সুযোগ হবে না।’
এদিকে, আগামী শুক্রবার (৮ সেপ্টেম্বর) জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়া দিল্লি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৯ ও ১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
Published on: 2023-09-05 15:18:22.832806 +0200 CEST
------------ Previous News ------------