বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ১২ জন যাত্রী।
বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদীখানে এক্সপ্রেসওয়ের রামেরখোলা নামক এলাকায় ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। হাসিনা বেগম (৪২) নামে ওই নারী বাসের যাত্রী ছিলেন। নিহত অপর দুই বাস যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
গুরুতর আহতরা হলেন- চট্টগ্রামের মৃত আব্দুল বাতেন মিয়ার পুত্র লাভলু (৫৫), পটুয়াখালীর মৃত আজহার উদ্দিন তালুকদারের ছেলে মো. মনিরুল ইসলাম (৪৬), মৃত আবু সাত্তার জমাদ্দারের ছেলে মো. জহিরুল ইসলাম (৪৮), বদু ফকির মিয়ার ছেলে মফিজুল ইসলামসহ (৪২) অন্তত ১২ জন আহত হন। তারা ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ জানান, লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রামেরখোলায় ঢাকাগামী দাঁড়িয়ে থাকা মালবাহী একটি ট্রাককে ধাক্কা দিয়ে লাবিবা পরিবহন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সাথে সজোরে আঘাত লেগে উল্টে যায়। এ সময় তিন বাসযাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহতদের ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। চালক পালিয়ে গেছে। এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Published on: 2023-09-06 06:32:58.838831 +0200 CEST
------------ Previous News ------------