যায়যায়দিন
ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৫৮

ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৫৮

*দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও এক হাজার ৫৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।* শুক্রবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ৫৫৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ৪২৪ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) এক হাজার ১৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট এক হাজার ৭৭৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৫৩০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ২৪৫ জন ছাড়পত্র পেয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আটজন ঢাকাতে এবং চারজন সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) মারা যান। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ২২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে ৭৫৭ জন এবং ঢাকার বাইরে ৪৬৯ জন মারা যান। চলতি বছরের ২০ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ৫১ হাজার ১০১ জন। এর মধ্যে ঢাকাতে ৯৪ হাজার ৬১৮ জন ও ঢাকার বাইরে এক লাখ ৫৬ হাজার ৪৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট দুই লাখ ৪১ হাজার ৮৭২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৯১ হাজার ৫০৩ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতাল এক লাখ ৫০ হাজার ৩৬৯ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে সারাদেশে মোট আট হাজার তিন জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় দুই হাজার ৩৫৮ জন এবং ঢাকার বাইরে পাঁচ হাজার ৬৪৫ রোগী হাসপাতালে ভর্তি আছেন। এতে আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৬ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার তিন শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান। যাযাদি/ এসএম
Published on: 2023-10-20 17:14:05.329223 +0200 CEST

------------ Previous News ------------