যায়যায়দিন
বিএনপি নির্বাচন কমিশনকে আস্থায় নেয়নি : কমিশনার আনিছুর রহমান

বিএনপি নির্বাচন কমিশনকে আস্থায় নেয়নি : কমিশনার আনিছুর রহমান

বিএনপি নির্বাচন কমিশনকে আস্থায় নেয়নি, তারা আমাদেরকে মানেয় না বলেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। তিনি আজ সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসন কার্যালয়ে লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনে আইনশৃংঙ্খলা মিটিং এর পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন নির্বাচন কমিশনের কাজ নয় ভোটারদের উপস্থিতি বাড়ানো। প্রার্থীরা ভোটারদের আস্থা অর্জন করতে না পারলে ভোটার উপস্থিতি বাড়বে না। নির্বাচনের কমিশনের কাজ ভোটের পরিবেশ তৈরী করা। এই মুহুর্তে বিএনপির সাথে সংলাপের বসার কোনো সুযোগ নেই, নির্বাচনের তফসিল ঘোষনার পর কোনো দলের সাথে সংলাপ হবে কি হবে না সেটা পরের সিদ্ধান্ত। লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে উপনির্বাচন উপলক্ষে আইনশৃংঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এইনসব কথা বলেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসি সচিব জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু, লাঙ্গলের প্রার্থী মো রাকিব হোসেন, গোলাপ ফুলের প্রার্থী শামছুল আলম খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার সহ প্রমুখ। যাযাদি/ এস
Published on: 2023-10-26 09:13:07.569796 +0200 CEST

------------ Previous News ------------