যায়যায়দিন
চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

*কর্ণফুলীর নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ৫৩ মিনিটে চট্টগ্রামে পৌঁছান তিনি।* কিছুক্ষেণের মধ্যে চট্টগ্রামের পতেঙ্গা প্রান্তে টানেলে উদ্বোধন করে আনোয়ারায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে টোল আদায় করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের জনসভায় যোগ দিবেন তিনি। এদিকে এরই মধ্যে জনসভায় আসতে শুরু করেছে মানুষ। চট্টগ্রামের বিভিন্ন প্রান্তের মানুষের সব স্রোত যেন এসে মিলিত হয়েছে অনোয়ারার কোরিয়ান ইপিজেপের মাঠে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানেল দিয়ে আনোয়ারা পৌঁছে ১২টায় সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। শনিবার সকাল সাড়ে ৯টায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহের হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান চৌধুরীর সঞ্চালনায় শুরু হয় জনসভা। শুরুতে স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন। বেলা সাড়ে ১১ টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু টানেলসহ ১৮টি প্রকল্পের উদ্বোধন করবেন। ১১টা ৪০ মিনিটে তিনি টানেলের উদ্বোধন উপলক্ষে স্মারক নোট ও ডাক টিকিট উম্মোচন করবেন। এরপর তিনি যোগ দেবেন জনসভায়। দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি শুরু করবেন ভাষণ। যাযাদি/ এসএম
Published on: 2023-10-28 07:43:50.703872 +0200 CEST

------------ Previous News ------------