যায়যায়দিন
গাজীপুরে বাসের পর মোটরসাইকেলে অগ্নিসংযোগ

গাজীপুরে বাসের পর মোটরসাইকেলে অগ্নিসংযোগ

বিএনপির ডাকা রোববারের হরতালের আগে গাজীপুরে শনিবার রাতে পেট্রোল ঢেলে বাসে অগ্নিসংযোগের পর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি মোটরসাইকেলও পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে গাজীপুরে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের ভাদার্ত্তী এলাকার চায়না ফ্যাক্টরির সামনে এ মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গাজীপুরের কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান খান বলেন, রাত ১০টার দিকে বাইপাস সড়কের মাথায় দুর্বৃত্তরা চারটি ককটেল নিক্ষেপ করে। এতে দুটি ককটেল বিস্ফোরণ হয় এবং দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এসময় একটি মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফাইজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ রাত ১০টায় ঘটনাস্থলে যায়। সেখানে একটি মোটরসাইকেলে আগুন ও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। সন্দেহজনক ভাবে কয়েকজন আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব না বলে তিনি জানান। বিস্তারিত পরে জানানো হবে। গাজীপুর মহানগরের কোনাবাড়ি কলেজ গেইটের সামনে শনিবার রাত ৯টার দিকে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে দাড়িয়ে থাকা একটি যাত্রীবিহীন একটি বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আগুনে বাসটির সিংহভাগ পুরে গেছে। যাযাদি/ এস
Published on: 2023-10-29 03:59:17.888955 +0100 CET

------------ Previous News ------------