যায়যায়দিন
বিএনপি হিট এন্ড রান করে কর্মসুচী বাস্তবায়ন করতে চায়: বাহাউদ্দীন নাসিম

বিএনপি হিট এন্ড রান করে কর্মসুচী বাস্তবায়ন করতে চায়: বাহাউদ্দীন নাসিম

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দীন নাসিম বলেছেন, স্যাংশন দিয়ে কোন লাভ নেই। সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে স্বচ্ছতার সাথে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনবো। তারা হিট এন্ড রান করে কর্মসুচী বাস্তবায়ন করতে চায়। প্রকৃত পক্ষে বিএনপি কিলিং এজেন্ট নিয়োগ করছে। বিএনপি জামাতিরা যদি বিভিন্নভাবে বাংলাদেশের একজন মানুষের উপর আঘাত হানে বা হত্যা করে, আমরা ক্লিলিং এজেন্টদেরকে প্রতিরোধ ও প্রতিহত করবো। এবং এদের মোকাবেলা করেই বাংলাদেশে সাংবিধানিক ভাবে নির্বিঘ্ন, স্বাধীন সার্বভৌম নির্বাচন কমিশনের অধীনে আমরা আগামী দ্বাদশ সংসদ নির্বাচন যাতে সুষ্ঠ, স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ হতে পারে, যাতে বাংলাদেশের মানুষ শান্তিতে স্বস্তিতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে আমরা তার ব্যবস্থা করবো। সোমবার (২ অক্টোবর) বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলা সদরে ঈদগাহ ময়দানে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার বিবরন জনগনের মাঝে পৌছে দেয়া এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের তৃণমূল প্রতিনিধি ও নেতৃবৃন্দের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিক নির্দেশনা মুলক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, কারো ভয়ে ভীত হয়ে নয়, জামাত শিবির বিএনপি শৈরাচার এমনকি অশুভ শক্তির অশুভ রাজনীতির বিপক্ষে ও সাম্প্রদায়িক শক্তির বিপক্ষে আপনারা লড়াই করতে অভ্যস্ত। বঙ্গবন্ধুর আদর্শের বিপক্ষে বঙ্গবন্ধুর আদর্শের নেতাকর্মীদের উপর আঘাত করে আওয়ামীলীগকে প্রতিহত করা যায় না। বাহাউদ্দীন নাসিম বলেন, আওয়ামীলীগকে এবং আওয়ামীলীগের নেতা কর্মীদের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে আওয়ামীলীগের নেতা কর্মীদের রক্তচক্ষু ও মৃত্যুর ভয় দেখিয়ে কেউ টিকে থাকতে পারেনি। খুনি জিয়া ও মোস্তাকরা উৎখাত হয়ে গেছে। জাতীর পিতাকে নির্মম ভাবে হত্যা করার পরও জাতীর পিতার আদর্শের সুযোগ্য সন্তান জননেত্রী শেখ হাসিনা আওয়ামীলীগের দায়িত্ব নিয়ে ২১ বছর লড়াই সংগ্রাম করে টিকে আছে। এ অনুষ্ঠানে রাজৈর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সেকান্দার আলী শেখ-এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে, রাজৈর পৌর মেয়র নাজমা রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক জমির উদ্দিন খান, যুগ্ন সাধারন সম্পাদক আবু বকর, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা মনির সুজন প্রমুখ। যাযাদি/ এস
Published on: 2023-10-03 06:31:27.587583 +0200 CEST

------------ Previous News ------------